গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম, এসইডিপি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা।
স্মারক নং: পিবিজিএসআই/এসইডিপি/পুরস্কার (অংশ-১)/৪৮/২০২৪/৩১৩
১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ তারিখ:'০২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
বিষয়: পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে পুরস্কারের অর্থ
প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য উপজেলায় প্রেরণকৃত ক্রেস্ট ও সার্টিফিকেট প্রাপ্তির তথ্য এবং ক্রেস্ট ও সার্টিফিকেটবিতরণ অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে
বরাদ্দকৃত অর্থ প্রেরণের জন্য ব্যাংক একাউন্টের তথ্য সংগ্রহ প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে,শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট
প্রোগ্রাম (এসইডিপি) এর আওতাভুক্ত এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি
ইন্সটিটিউশনস (পিবিজিএসআই)” স্কিমের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ২০২২ ও ২০২৩ সালের মাধ্যমিক/সমমান পর্যায়ের শিক্ষার্থীদের
“উপজেলা/থানা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরষ্কার (UBSA/TBSA)” ও উচ্চ মাধ্যমিক/সমমান পর্যায়ের শিক্ষার্থীদের “উচ্চ মাধ্যমিক সমাপনী পুরষ্কার
(HSCA)" হিসেবে (৮১৮৩+7302)= 1৫৪৮৫ জন শিক্ষার্থীকে যথাক্রমে ১০,০০০/- (দশ হাজার) টাকা ও ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা
করে অর্থ প্রেরণ করা হয়েছে। উক্ত শিক্ষার্থীদের জন্য কেন্দ্রিয়ভাবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রস্তুত করে ইতোমধ্যে উপজেলায় প্রেরণ করা হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট
ও সার্টিফিকেট বিতরণ করা হবে। সে লক্ষ্যে আপনার জেলাস্থ উপজেলাসমূহে প্রেরিত ক্রেস্ট ও সার্টিফিকেট পৌঁছেছে কিনা তা নিশ্চিত হওয়া
প্রয়োজন।
০২। উল্লিখিত ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের জন্য খাতভিত্তিক প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রয়েছে যা জেলা শিক্ষা অফিসারের নিকট
ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রেরণ করা হবে। জেলা শিক্ষা অফিসার জেলাস্থ সকল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার/একাডেমিক
সুপারভাইজারের সাথে সমন্বয় করে অনুষ্ঠান আয়োজন করবেন। উল্লেখ্য অনুষ্ঠানের জন্য বরাদ্দকৃত অর্থ ব্যাংক ট্রান্সফারের জন্য জেলা শিক্ষা
অফিসারের অফিসিয়াল ব্যাংক একাউন্টের তথ্য (একাউন্ট শিরোনাম, একাউন্ট নম্বর, শাখার নাম, রাউটিং নম্বর, চেক বইয়ের কভার পৃষ্ঠার
ফটোকপি, মোবাইল নম্বর) প্রয়োজন।
০৩। বর্ণিত অবস্থায় আপনার জেলাধীন উপজেলাসমূহে সংযুক্ত তালিকা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ক্রেস্ট ও সার্টিফিকেট পেয়েছে কিনা তা
নিশ্চিতকরণের জন্য স্কিম থেকে সরবরাহকৃত ছক পূরণ করে স্কিমের মেইলে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। একইসাথে জেলা শিক্ষা
অফিসারদের অফিসিয়াল ব্যাংক একাউন্টের তথ্যের সফটকপি ই-মেইলে (pbgsiaward@gmail.com) ও হার্ডকপি আগামী
০৭/০৭/২০২৫ খ্রি.তারিখের মধ্যে (রুম নং-৭০৮, শিক্ষা ভবন, ২য় ব্লক, ১৬ আব্দুল গণি রোড, ঢাকা-১০০০) স্কিম দপ্তরে প্রেরণের জন্য অনুরোধ
করা হলো।
সংযুক্তি: উপজেলাভিত্তিক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রাপ্তির ছক।
জেলা শিক্ষা অফিসার (সকল)
অনুলিপি: সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে (জ্যেষ্ঠতারভিত্তিতে নয়):
১। সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা;
২। অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর, এসইডিপি, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা;
৩। অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর, এসইডিপি, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা;
৪। মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা;
৫। পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন/মাধ্যমিক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা;
ان উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (সকল)
৭। সংরক্ষণ নথি।
পুরস্কার (অংশ-১)/ডিডি/জি-pg. ১
Sin
07.