এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পুনঃনিরীক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি।
আন্তশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ এর ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য কেবল
টেলিটক সিমের মাধ্যমে ১১/০৭/২০২৫ তারিখ হতে ১৭/০৭/২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। প্রতি পত্রের জন্য ফি ১৫০/-
(একশত পঞ্চাশ) টাকা মাত্র।
د
২.
9.
আবেদন করার নিয়মাবলি:
আবেদন করার নিয়মাবলি:
আবেদন করতে হলে মোবাইলের ম্যাসেজ অপশন গিয়ে RSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর Roll
Number Subject Code লিখে Send করুন 16222 নম্বরে।
উদাহরণ: ময়মনসিংহ শিক্ষা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ এবং গণিত বিষয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করতে
চাইলে মোবাইলের Message অপশনে RSC Mym 123456 109 লিখে Send করুন 16222 নম্বরে।
ফিরতি SMS এ ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে। ফি সংক্রান্ত তথ্যসহ সম্মত
থাকলে আবার Message অপশনে গিয়ে RSC Yes PIN Mobile Number (যে
কোন মোবাইল অপারেটর) লিখে Send করুন 16222 নম্বরে।
Send করার পর ফিরতি SMS এ আবেদনটির Confirmation সংক্রান্ত একটি Message আসবে। সেখানে একটি
Tracking নম্বর দেওয়া থাকবে। যা আপনার আবেদন গ্রহণ করার Reference হিসাবে সংরক্ষণ করতে পারবেন।
৪. ফলাফল পুনঃনিরীক্ষণে একটি SMS এর মাধ্যমে এক বা একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা (,) দিয়ে
বিষয়ের কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রি-পেইড মোবাইলের
Message অপশনে গিয়ে RSC Mym Roll Number 101, 102, 1
Message অপশনে গিয়ে RSC Mym Roll Number 101, 102, 107, 108
লিখতে হবে। এক্ষেত্রে প্রতি পত্রের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) হারে ফি প্রযোজ্য হবে।
৫. সংশোধিত ফল যথা সময়ে www.mymensingheducationboard.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে এবং
www.educationboardresults.gov.bd তে তা Update আকারে দেখা যাবে।