৪৪ তম বিসিএস- লিখিত পরীক্ষার- আসনবিন্যাস প্রকাশ-

৪৪তম বিসিএস লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সোমবার কমিশনের ওয়েবসাইটে এ আসনবিন্যাস প্রকাশ করা হয়। ৪৪তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবশ্যিক বিষয়ের পরীক্ষা শেষ হবে ৫ জানুয়ারি।


এর মধ্যে ঢাকায় ৮টি ও বাকি বিভাগগু৪৪ তম বিসিএস লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ পিডিএফ ফাইল ডাউলেড করুণলোয় ১টি করে কেন্দ্রে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদ–সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ৮ জানুয়ারি শুরু হয়ে চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।

পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ঢাকায় দুটি ও বাকি বিভাগগুলোয় একটি করে কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার জন্য ব্যবহৃত হবে। লিখিত পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।

পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রিক ঘড়ি, বইপুস্তক, ক্যালকুলেটর, 

সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না,  আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে ঢুকতে     পারবেন না।

নিচের লিংকে ক্লিক করুণ

৪৪তম বিসিএস লিখিত -পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ.pdf

wwww.ontor.blog.com

Hi! This is Shah Mohmmad ontor, Your SEO, Digital Marketing, WordPress, Wix, Shopify even each CMS and content writer as well as Google AdSense approval specialist, and my experience in this field is about 3 years. I will write SEO-friendly unique content for your blog or website. I love my profession because doing consistent work is my passion. I have worked with many different companies over the years with local and international clients. If you're facing any kind of issue just hit me a message, I'm happy to assist you in a professional way.

Please Select Embedded Mode For Blogger Comments

Previous Post Next Post